আপনার একটু সদয় সহানুভূতি ফিরিয়ে দিতে পারে ম'র'ণ'ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবু নাঈম শেখের (২৫) স্বাভাবিক জীবন।। নাঈম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামের ভ্যান চালক আজিজ শেখের ছেলে।।
এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য নাঈমকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে।। সেখানে ধরা পড়ে ম'র'ণ'ব্যা'ধি এ ব্লা'ড ক্যা'ন্সা'র।।
এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় রোগীর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।। তাই এই পরিবারের পাশে দাঁড়াতে ও একটি জীবন বাঁ'চা'তে দেশের বিবেকবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ জানানো হলো।।
কেউ চাইলে ০১৯১১-০৭৯০৫০ (পার্সোনাল) বিকাশে পাঠাতে পারেন অর্থ সহযোগিতা।।