
ইনসানিয়াত বিপ্লব সব মানুষের নিরাপদ প্লাটফর্ম-আল্লামা ইমাম হায়াত (চেয়ারম্যান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)
চট্টগ্রাম প্রতিনিধিঃ——-ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ঢাকা গুলশান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইনসানিয়াত বিপ্লব জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্য ভিত্তিক অস্তিত্বের মৌলিক থিওরী ও মুক্তি জীবনের মুক্ত দুনিয়া- অখন্ড মানবতার অখন্ড দুনিয়ার প্রাকৃতিক দিকদর্শন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব মানবজীবনের স্রষ্টাপ্রদত্ত মৌলিক আত্মিক রাজনৈতিক প্রাকৃতিক দিকদর্শন ও জীবন ভিত্তিক বিশ্বব্যবস্থার প্রাকৃতিক রূপরেখা। ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্ম ও একক মতবাদ বা একক অঞ্চল বা বিশেষ কোনো জনগোষ্ঠীর একক গোষ্ঠীর সংগঠন নয়। ভ্রষ্টতামুক্ত মানবজীবনের চিরন্তন সূত্র ইনসানিয়াত বিপ্লব।
ইনসানিয়াত বিপ্লব মানুষ হিসেবে সব মানুষের নিজের অস্তিত্ব হিসেবে তার মানবসত্তার ভিত্তি ও আত্মপরিচয়ের উৎস উপলব্ধির সংগঠন, কেবল দেহ ভিত্তিক ও প্রবৃত্তির অন্ধদাস জৈবিক জীব মানুষ থেকে বিবেকবোধসম্পন্ন ও ন্যায় অন্যায়ের পার্থক্য করার উপলব্ধিসম্পন্ন এবং মানবিক দৃষ্টি ও মানবিক চেতনার ধারক এবং সর্বোপরি আস্তিক্যভিত্তিক আলোকিত মানবাত্মা ভিত্তিক মানুষ তৈরির সংগঠন,
বস্তুবাদের আঁধারে মানবসত্তা হারিয়ে- মানবাত্মার বিণাশ ঘটিয়ে- মানবিক চেতনা হারিয়ে- বস্তুবাদি জাতীয়তাবাদের আঁধার গ্রাসে মানব জাতীয়তা হারিয়ে মানুষ দাবির অসত্যতা উপলব্ধি এবং বস্তুবাদি অমানুষ হওয়ার প্রক্রিয়া থেকে আত্মিক মৃত্যু মানবাত্মার মৃত্যু মানবিক দৃষ্টির মৃত্যু থেকে আত্মরক্ষা ও সব মানুষের আত্মিক অস্তিত্ব রক্ষার সংগঠন।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ইনসানিয়াত বিপ্লব মানবসত্তার পূণরুজ্জীবনের সাথে সাথে সব মানুষের জন্য জীবনের দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সব মানুষের জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা খেলাফতে ইনসানিয়াত পূণরুদ্ধারের বিপ্লব।
ইনসানিয়াত বিপ্লব
সত্য ও মানবতার মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে দুনিয়ায় সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির একমাত্র একমাত্র সংগঠন।
আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবের মনোনয়ন বৈধতা অর্জনকারী মানবতার রাজনীতির প্রতিনিধিত্বকারী সকল প্রার্থী কে বিপ্লবী অভিনন্দন দিয়ে সত্য ও মানবতায় বিশ্বাসী জনগণের উদ্দেশ্য করে আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত সকল প্রার্থী কে – আপেল মার্কায় ভোট দিয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশীদার হবার আহবান জানান।
মন্তব্য করুন