
সিলেটেন কানাইঘাটে সাইফুল হত্যার আসামি সুমন গ্রেফতার।
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ——-সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের রাতাছড়া গ্রামে চোরাচালানের ব্যবসার টাকার বিরোধকে কেন্দ্র করে খুন হন সাইফুল ইসলাম (২২)
এ ঘটনায় ২ নং আসামি সুমন আহমদ (২৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুমন বাঙালীপাড়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিক্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম ও এসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজারের কুলাউড়া থানার সহযোগিতায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে মামলার প্রধান আসামি শাকিলের পিতা আব্দুল হান্নান হানইকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ঘটনার দায় স্বীকার করেছে।
গত ৩০ নভেম্বর দূর্বৃত্তরা সুমনকে কুপিয়ে হত্যা করে,ঘটনার পরদিন সাইফুলের পিতা মো.ছলু মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/১ আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
(মামলা নং ০১,তারিখ ০২/১২/২৫ ইং)
কানাইঘাট থানার পুলিশ জানান,প্রধান আসামিসহ পলাতক বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন