
রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাসেল মিয়া, রাজবাড়ীঃ-
রাজবাড়ী জেলা বিএনপি’র আয়োজনে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায়, মঙ্গলবার বিকেল ৩ টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই দোয়া মাহফিলে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের বিএনপি’র মনোনীত প্রাথী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনজুরুল আলম দুলাল, নইম আনসারি, গাজী হাবিব, মজিদ বিশ্বাস, আকমল হোসেন, কে এ সবুর শাহীন, সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন, রাজবাড়ীর ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ, আবুল এরশাদ মোঃ সিরাজুম মুনিব।
মন্তব্য করুন